Header Ads

ফ্রিল্যান্সিং নিয়ে কমন কিছু প্রশ্ন এবং উত্তর

 



ঘরে বসে আমরা সবাই টাকা আয় করতে চাই! কিন্তু আয় করার জন্য সবাই ফ্রিল্যান্সিং শব্দের সাথে পরিচিত! আজকে আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর দিবো, যেই প্রশ্ন গুলো আপনার মধ্যে সবসময় থাকে এবং আপনি একটি উত্তর জানার জন্য বড় ভাইয়ের ইনবক্সের দিকে থাকিয়ে থাকেন।

যদি আপনি এই লাইনে নতুন হয়ে থাকেন বা কিছুটা শুরু করেছেন তাহলে মন দিয়ে পুরো পোস্ট পড়বেন। আশা করি এরপর আর কাওকে এইসব জানার জন্য ইনবক্স করবেন না। কিংবা অপেক্ষায় থাকবেন না।

শুরুতেই বলে নেই আমি নিজে যখন একবারে নতুন ছিলাম তখন বড় ভাইদের ইনবক্স করে ৭/৮ দিন পর্যন্ত অপেক্ষা করেছি। কেওবা ব্যাস্থতায় রিপ্লে দেয় নাই আবার কেওবা ইচ্ছা করে দেয় নাই। তবে যেই প্রশ্ন গুলোর উত্তর আমার জানা হয়ে গেছে বা এতোদিনের কাজ করায় ধারনা হয়েছে সেইগুলো দেওয়ার চেষ্টা করবো।

আপনি যেহুতে এই পোস্টটি পড়তাছেন সেহুতে ধরে নিয়েছি আপনি ফ্রিল্যান্সিং কী সেটা জানেন। যদি ফ্রিল্যান্সিং কী না জানেন তাহলে এই পোস্টটি পড়ে আসুন না হয় what is freelancing লিখে গুগলে একবার সার্চ করেই দেখুন। যাই হউক ফ্রিল্যান্সিং হলো উনমুক্ত পেশা, তার মানে আপনি ঘরে বা বাহিরে বসে যে কোন যায়গায় ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। তবে আপনাকে একজন ফ্রিল্যান্সার হতে হলে একটি কাজ জানতে হবে। এখন আপনার মনে নিশ্চই প্রশ্ন আসছে ফ্রিল্যান্সিং করা যায় কী কী কাজ করে?
ওয়েল আপনি যদি ভালো গান গাইতে জানেন তাহলে সেটি দিয়ে ও ফ্রিল্যান্সিং করতে পারবেন, আবার আপনি যদি ভালো ইংলিশ লিখতে জানেন সেটি দিয়ে ও শুরু করতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং এর কিছু টপ ক্যাটাগরি আছে।

যেমনঃ

  • ওয়েব ডেভলোপমেন্ট
  • ওয়েব ডিজাইন
  • এপস ডেভলোপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।
    আবার এই উপরের একটি ক্যাটাগরির আন্ডারে আরো অনেক কিছু আছে। যেমন গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে
  • লগো ডিজাইন
  • পোস্টার ডিজাইন
  • ভিডিও এডিটিং
  • মোশন গ্রাফিক্স ইত্যাদি
  • আবার ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে
  • সোশিয়াল মিডিয়া মার্কেটিং
  • সার্চ ইঞ্জিন অপটাইমাইজেশন
  • এফিলিয়েট মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং ইত্যাদি আছে।
আপনি গুগলে freelancing category লিখে সার্চ করে আরো জানতে পারবেন।

এইবার আসি কিছু কমন প্রশ্নেঃ

আমার পিসি নাই, মোবাইল দিয়ে কী শুরু করতে পারবো?
হ্যা পারবেন। তবে যেই কাজ গুলো মোবাইল দিয়ে করা যায় সেগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। যেমন কনটেন্ট রাইটিং ইত্যাদি। আপনি মোবাইল দিয়ে চাইলে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভলোপমেন্ট’র কাজ করতে পারবেন না।
গুগলে Can I do freelancing on mobile? লিখে সার্চ করে আরো বিস্তারিত জেনে নিন।
আমি ইংলিশ জানি না, আমি কী ফ্রিল্যান্সিং করতে পারবো?
ইংলিশ যে খুব বেশী জানতে হবে এমন না, আপনি যদি ইংলিশ বুঝতে পারেন, ক্লাইন্ট কী চায় সেটা বুঝতে পারেন, তার কাজ যদি সঠিক ভাবে ডেলিভার করতে পারেন তাহলে আপনার টেন্স বা প্রানাউইন্স ভুল সে খেয়াল করবে না। আমি একজন বাংলাদেশের টপ ক্লাস গ্রাফিক্স ডিজাইনারদের কে চিনি, যে ক্লাস এইটে ফেইল করেছে কিন্তু বর্তমানে সে ফাইভারের টপ রেটেড সেলার। তবে ফ্রিল্যান্সিং এ আশার আগে BBC JANALA হতে কিছুটা হলে ও ইংলিশ শিখে আসবেন ।
আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই কিভাবে শুরু করবো বুঝতে পারতাছি না?
এই প্রশ্নটি নতুন সবার অনেক কমন, এমনকি আমি নিজে এই প্রশ্নের উত্তর খুজেছি কয়েক মাস টানা। এই প্রশ্নের সহজ উত্তর আমার কাছে হলো ” ফ্রিল্যান্সিং শুরু করার আগে গুগল / ইউটিউব ব্যাবহার করা শিখুন। একটি টপিক চয়েজ করুন তারপর। উপরে যে কয়েকটি টপিক নাম বলেছি সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন। যেমন গুগলে গিয়ে সার্চ দিন ” what is graphic design ” তারপর দেখুন গ্রাফিক্স ডিজাইন কী? কীভাবে কাজ করে? যদি আপনার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে তাহলে আবার গুগলে সার্চ দিন how to learn graphic design যদি ইংলিশে সমস্যা হয় তাহলে সার্চ দিন গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটেরিয়াল তাহলে অনেক ভালো ভালো বাংলা টিউটেরিয়াল পেয়ে যাবেন। এরপর টানা কয়েক মাস প্যাক্টিস করুন। যতই কঠিন লাগুক হাল ছাড়বেন না, কারন চিন্তা করে দেখবেন নতুন যে কোন যায়গায় আমাদের কাছে শুরুতে কঠিন লাগে এবং কয়েকদিন চক্কর দেওয়ার পর সব কিছু চিনা হয়ে যায়। তাই ফ্রিল্যান্সিং শিখার সময় পিছনে থাকানো যাবে না, যতই কঠিন লাগুক বার বার দেখে প্যাক্টিস করবেন। কারণ যারা আজকাল ফ্রিল্যান্সিং করে তারা মায়ের পেট থেকে কিছু শিখে আসে না। সবাই কাজ করতে করতে শিখে। এবং সত্যি কথা তাদের যেমন দুই হাত আপনার ও দুই হাত। তারা পারলে আপনি পারবেন না কেনো??
কীভাবে আমি পার্ফেক্ট টপিক চয়েজ করবো?
দেখুন এটা সম্পুর্ন নিজের উপর ডিপেন্ড করে, কারণ সবার গ্রাফিক্স ভালো লাগবে এমন না, আবার মার্কেটে শুদু গ্রাফিক্সের ডিমান্ড এমনো না । সব কিছুর ডিমান্ড আছে । শুধু নিজেকে পার্ফেক্ট আর ইউনিক করতে হবে। তবে নতুনদের টপিক চয়েজ করার জন্য আমি কিছু টপিক সহজ ভাবে উপস্থাপন করে দিচ্ছি।
যেমন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হউন তাহলে আপনি ডিজাইনের কাজ করতে পারবেন, যেমন লগো/ভিডিও এডিট/ ব্যানার / টিশার্ট ইত্যাদি বানাতে পারবেন।
যদি আপনি একজন ওয়েব ডেভলোপার হউন তাহলে আপনাকে প্রোগ্রামিং জানতে হবে এবং আপনি ওয়েবসাইট বানাতে পারবেন।
যদি আপনি এপস ডেভলোপার হয়ে যান তাহলে আপনি এপস/ সফটওয়্যার বানাতে পারবেন।
যদি আপনি ডিজিটাল মার্কেটার হয়ে যান তাহলে আপনি ভিবিন্ন জিনিষের মার্কেটিং করতে পারবেন। যেমন আপনি ফেসবুকে একজনের বা নিজের প্রোডাক্টের মার্কেটিং করবেন। না হয় অন্যের কোন জিনিষ বেচে দিয়ে প্রফিট নিবেন।

সিধান্ত আপনার, কোন জিনিষ আপনার ভালো লাগে সেটি শিখুন।

কোথা থেকে আমি শিখতে পারবো? এবং ফ্রিতে কী শিখতে পারবো?
আগেই বলেছি শিখতে হলে গুগল ব্যাবহার করা জানতে হবে। গুগলের পাশাপাশি udemy এবং ইউটিউব বা online learning platform সাইট গুলো ফলো করতে হবে। আর ফ্রিতে চাইলে সব শিখা যায় । শুধু চেষ্টা থাকতে হবে। আবার চাইলে আমাদের learnwithsf.com থেকে সরাসরি শিখতে পারবেন!
যদি প্রশ্ন করনে udemy কী? তাহলে বলবো udemy হলো অনলাইন স্কুল। যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ঘরে বসে পছন্দের জিনিষ শিখতেছে। udemy ফ্রি না। তবে অনেক কোর্স ফ্রিতে পাওয়া যায়। শুধু যা শিখতে চান সেটা লিখে সার্চ করতে হবে।
যেমনঃ web design free course udemy অথবা udemy এর পাশাপাশি আরো অনেক ফ্রি সাইট আছে। যেখান থেকে ফ্রিতে কোর্স করে শিখতে পারেন শুধু সার্চ করে দেখতে হবে । যেমনঃ best free course digital marketing
ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপ্টপ না ডেক্সটপ? আর কী রকম কিনবো?
এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর, যেমন যদি গ্রাফিক্স কাজ করতে চান তবে হাই কনফিগার এর পিসি লাগে, কোর আই থ্রি বা তার উপরে প্রসেসর সাথে গ্রাফিক্স কার্ড থাকলেই হবে। আবার ওয়েব ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিং এর জন্য আহামরি কনফিগার লাগে না। শুরুটা যেভাবে ইচ্ছা করে নিন, টাকা আসলে আপডেট করবেন। আমি নিজে প্যান্টিয়াম প্রসেসর দিয়ে শুরু করেছিলাম আর আজকে আমার কোর আই নাইনের পিসি আছে। সুতরাং শুরুতে এতো টাকার কিছু লাগে বা ইমার্জেন্সি না। পার্ফেক্ট পিসি চয়েজ করার জন্য গুগলে গিয়ে লিখতে পারেন best pc for developer
ফ্রিল্যান্সিংরা মূলত কীভাবে কাজ করে?
সহজ কথায় বলিঃ যেমন আমেরিকান একজনের একটি দোকানের জন্য একটি লগো দরকার। সে বাহিরে গিয়ে বানাতে চাচ্ছে না। সে অনলাইনেই করাতে চাচ্ছে। তখন সে মার্কেটপ্লেসে ( ফ্রিল্যান্সিং অনেক মার্কেট আছে) জানাবে তার একটি লগো লাগবে , তখন আপনি যেহুতে গ্রাফিক্স জানেন তার সাথে যোগাযোগ করে লগোটি করে দিবেন, সে তার লগো বাসায় বসে পেয়ে যাবে, আপনি ও বাসায় বসে পেমেন্ট পায়ে যাবেন।
এটা জাস্ট একটি উদাহরণ আকারে বললাম, আপনি যখন এ লাইনে চলে আসবেন তখন সব বুঝে যাবেন।
আচ্ছা আমি তো কাজ করলাম তাহলে টাকা পাবো কীভাবে?
এটা নিয়ে আপনাকে এখনি চিন্তা করতে হবে না। কারণ উপরের সক ধাপ যখন ফলো করে পেমেন্টের যায়গায় আসবেন তখন টাকা পাওয়ার রাস্তা বুঝে যাবেন। তবে আপনি মাস্টারকার্ডে টাকা নিয়ে আসতে পারবেন। সেটা নিয়ে এখন বললে মাথা আপনার হ্যাং করবে। তবে এটা মনে রাখবেন কাজ করলে টাকা পাবেন। তবে ২ দিনে ২০০ ডলার আর্নিং বা পিটিসি ফিটিসি সাইটের পাল্লায় পরবেন না।
সর্বশেষ এই পোস্টে কেনো আমি সরাসরি কোন কোর্সের লিংক দিলাম না?

খেয়াল করে দেখুন আমি কিন্তু বলে দিছি কোথায় কোর্স পাবেন বা কিভাবে সার্চ করবেন সুতরাং নিজে একবার খুজে বের করুন। দেখবেন জীবনে আর ভুলবেন না। কারন আমরা নিজে একবার কিছু করল সেটা সহজে ভুলি না।

আশা করি নতুন সবার লেখাটি অনেক ভালো লাগবে।
ভালো লাগলে শেয়ার করতে পারেন। যুক্ত থাকেন আমাদের গ্রুপে , আমাকে পাবেন ফেসবুকে

ধন্যবাদ , আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.